প্রকাশিত: Mon, Feb 13, 2023 5:55 AM
আপডেট: Mon, Jan 26, 2026 12:27 PM

এই দেশে কেউ কেউ জীবনানন্দের সোল এজেন্সি নিয়ে বসেছিলেন!

আমীন আল রশীদ : বেশ কয়েক বছর আগে। একটি বিরাট পত্রিকার বিরাট সাহিত্য সম্পাদককে জীবনানন্দ বিষয়ে একটা লেখা দিয়েছিলাম। তিনি দিনের পর দিন সেটি ছাপেননি। ছাপবেন না, সেটিও বলেননি। লজ্জা-শরম ফেলে একদিন স্বশরীরে তার অফিসে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই লেখাটা কি ছাপবেন? তিনি কিছুটা লজ্জিত হবার সুরে বললেন, ভাই, জীবনানন্দ নিয়ে তো উনি উনি লিখছেন। আপনার লেখা ছাপাটা কঠিন হবে। কারণ আমাদের সম্পাদক হয়তো প্রশ্ন করবেন, আপনি কেন? তার চেয়ে আপনি অন্য কোনো লেখা দিয়েন। কবিতাও দিতে পারেন। তখন বুঝতে পেরেছিলাম, এই দেশে কেউ কেউ জীবনানন্দের সোল এজেন্সি নিয়ে বসেছিলেন। অথবা ওই সাহিত্য সম্পাদকের মানসকাঠামোই এভাবে গড়ে উঠেছিল যে, এই বিষয় নিয়ে শুধু অমুক অমুকই লিখবেন। হোয়াই আমীন আল রশীদ? হু ইজ হি? এইসব ঘটনা আমি একসময় সংশ্লিষ্টদের নামসহ বইতে ছেপে দেব।  লেখক: সাংবাদিক। ফেসবুক থেকে